চারি দিকে    ঘন আঁধার      
    সারা ভুবন জুড়ে      
মেঘের পরে    মেঘ জমেছে      
   আকাশ কালো করে।


লোভীরা সব   লোভ লালসায়  
   জ্বালে জগত টাকে                    
দুখী সবে      বাঁচার দায়ে    
   ডাকে শ্যামা মাকে।
                                      
সব লোভীরা    মরবি এবার    
    শ্যামা রুষ্ট হলে
লোভ লালসা    বাঁচার আশা    
   সবই যাবে জলে।
    
আজ দেওয়ালি   জাগছে অলি
   গুন গুনিয়ে বলে
আয় সকলে     সদল বলে      
   সকল কাজ ফেলে।


পুড়িয়ে দে      মনের কালো    
   আজকে আলো জ্বেলে
আপন কর গো   সকল জনে    
   অশেষ সোহাগ ঢেলে।