সৃষ্টিকর্তাকে বলতে ইচ্ছা হয়,
'সৃষ্টির আনন্দে মেতে তুমি করলে এ কী কাণ্ড?
স্রষ্টা, আনন্দ যতটুকু পেলে
আমাকে সৃষ্টি করে এ সৃষ্টি কর্মে,
এ জন্মে অনুভব করছি হাড়ে হাড়ে
আমার জন্য কতটুকু নিরানন্দ রেখে গেলে।
ভালে ফুটে উঠছে বলিরেখা
সে রেখা পাঠে অক্ষমতায় গুমরে মরি!
জানতে ইচ্ছা করে কী লেখা আছে তাতে?
সবই সমর্পিত হয়তো অদৃষ্টের হাতে।
স্রষ্টা বলো, কী দরকার ছিল
এতো সুন্দরভাবে গড়তে আমাকে?
পরিণতিতে কত মানুষের নজরকাড়া দৃষ্টি
ঘনীভূত হলো আমার দিকে,
দোকানির শো-কেসেও স্বস্তিতে থাকতে পারিনি দু' দণ্ড
খরিদ্দারদের আমার দিকে দৃষ্টি
ঘটালো কী যে অনাসৃষ্টি!
আমি, এ কিউট পুতুলকে দোকানি তুললো নিলামে
তুমি কিনে আনলে সর্বোচ্চ দামে।
অপরাধ কি আমার কেন আমি এতো সুন্দর?
সে কথা আদৌ ভাবলে না।
তুমি আমার চুলের মুঠি ধরে ঝুলিয়ে দিলে
তোমার গাড়ির সামনে।
গাড়ি চালাচ্ছো যখন আমার পা দু'টি ভাসছে শূন্যে,
সারাক্ষণ যম এর সাথে করছি লড়াই
একটু বাঁচার আশায়!
কিন্তু রক্ষা কবজ জুটছে আর কোথায়?
কষ্ট হলেও দুলতে বাধ্য হচ্ছি।
বলি-চুলে লাগছে, খুব লাগছে।
ছেড়ে দাও বলছি। উঃ, চুল ছিঁড়ে যাচ্ছে,
এভাবে চুলের মুঠি ধরে আর রেখো না ঝুলিয়ে।
এবার দেবে কি নিষ্কৃতি?