এসেছ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে
সৌজন্য রক্ষায় আসতে হলো উপহার নিয়ে
পারো নি পরিহার করতে লৌকিকতা
এসেছ প্রীতি উপহার সঙ্গে নিয়ে।
জানতে লৌকিকতার জন্য উপহার কে ভাবি ‘গৌণ’
সংশয়ে ছিলে, ‘তাকে দেবো কতটা প্রাধান্য?’
উপহার গ্রহণের প্রতি বিশেষ আগ্রহ না-থাকলেও
আজ ভেবেছি ভিন্ন।
আজ সৌজন্য বিনিময়ের সাথে উপহার দেবে? দাও,
দু’হাত বাড়িয়ে সাদরে গ্রহণ করবো, যদি দাও
একটি বৃক্ষের চারা
পৃথিবীতে সবুজায়নের কাজে যদি সাহস যোগাও।
চারাগাছটিকে রোপণ করবো নিজের বাসস্থানে
নিয়মিত পরিচর্যাও করবো সযতনে
বাসস্থানে স্থান সংকুলান না-হলে? পথের ধারে
রোপণ করবো কোনও উন্মুক্ত স্থানে।
নজর রাখবো, ‘পরিচর্যায় যেন ত্রুটি না-হয়
এই ভেবে পৃথিবী শুধু মানুষের জন্য নয়
প্রকৃতির গুরুত্বও অশেষ, তার সাহচর্যে  
পৃথিবী যেন জীবজগতের সকলের বাসযোগ্য হয়’।