সুললিত চেহারা ললাটে বলীরেখা      
গালে হাত দিয়ে বৃদ্ধ ভাবে একা
দুর্বিপাকে পড়ে পা বাড়ানো দায়
শরীরটা যেন কেঁপে ওঠে শঙ্কায়।


সুদীর্ঘকাল বহিছে নদী ভাগীরথী
অজস্র ঘাত-প্রতিঘাত সইছে সতী
তবু অসহিষ্ণুতায় মহীয়সী রমণী
একবারও বিদ্বেষ প্রসব করেনি।


আজ সমাজে বাড়ছে অসহিষ্ণুতা    
মরূদ্যানে বিচিত্র ধরনের ‘মনসা’
একটুকু ছোঁয়ায় দেখাচ্ছে ক্ষমতা  
সমাজ জীবনটা হচ্ছে কোণঠাসা।


এযাবৎ অজস্র মনীষীদের এদেশে
মানব জীবনের প্রবাহে ‘সহিষ্ণুতা’ ো
বহে চলে ভাগীরথী ধারার সাথে
সেই দীপশিখা যেন জ্বলে রাতে।