লোকে বলে দক্ষ তীরন্দাজ হলে
রাজসভা স্থলে দাঁড়িয়ে
দক্ষতা যাচাই এর পরীক্ষা হলো কোথায়?
দিতে এসেছো সেই পরীক্ষা?
প্রস্তুতিপর্ব শেষ, দাঁড়িয়েছ নির্দিষ্ট স্থানে।
বেশ। নজরে আসছে কি মাছ? মাছের চোখ?
দেখো সেটি ঝুলছে গাছের ডালে, নীচে জলাশয়
তীর ছুঁড়ে সেই মাছের চোখ বিদ্ধ করতে হবে
নিশানা ঠিক করো।
মনে রেখো, দেশবিদেশের পর্যটকদের নজর তোমার দিকে
কতটা দক্ষ তীরন্দাজ হলে শুরু হচ্ছে সেই পরীক্ষা
তুমি লক্ষ্যেও অবিচল, নিশ্চয়!
এবার তোমার দক্ষতার পরীক্ষা
মনে রেখো,
এক, দুই করে তিন গোনার সাথে-সাথে বাজবে বাঁশি
সাথে সাথে তোমাকে ছুঁড়তে হবে তীর
সেসময় সুতোও ছিঁড়তে পারে
মাছ বাঁচার তাগিদে ছলেবলে
সুতো ছিঁড়ে ঝাঁপিয়েও পড়তে পারে জলাশয়ে।
এই শর্ত সাপেক্ষে তোমাকে লক্ষ্যভেদ করতে হবে।
এবার তোমার পরীক্ষার সময় শুরু,
এখন বাঁশি বাজার অপেক্ষা
দেখাও দেখি কতটা দক্ষ তীরন্দাজ হলে।