বসেছিল সঙ্গীত ও নৃত্যের আসর
নির্দিষ্ট স্থানে গিয়ে বসলো গায়ক ও  বাদ্যকার
নাচগানের শুরু, বেজে উঠলো তবলা ও সেতার
বাধা ছন্দ ও লয়ে
গায়ক গান গাইতে শুরু করলো নির্ভয়ে
রবীন্দ্র সংগীত, 'আয় তবে সহচরী....'
আসরের সকলে ভাসলো এই গানের সুরের মূর্ছনায়
নিজেদের জাগিয়ে রাখলো
নৃত্যশিল্পীদের মঞ্চে আসার অপেক্ষায়।
মঞ্চে বাহারি আলো জ্বলে ওঠার পরে
তারা সকলে নৃত্যের তালে তালে পৌছলো আসরে
নৃত্যের যথোচিত মুদ্রার ও ছিল সহাবস্থান
উপস্থিত সকলে অনুভব করলো সুমধুর কলতান।
কে জানে, কিছু সময় পরে হলো কী?
সেখানে পৌঁছলো কি বেতাল?
কেন এক বিশেষ মুহূর্তে কেটেছে তবলার তাল?
এমন বেহাল দশা হলে কত কী ঘটতে পারে!
বকও ঝড় এলে গাছ থেকে ঝরে পড়ে
শিল্পীরা কেউ তাল লয় রাখতে পারেনি ধরে।
দেখেছে আকাশের সব গ্রহ তারা
বহু চেষ্টা করেও তারা
পূর্বের নির্দিষ্ট ছন্দ তাল লয়ে আসতে পারেনি ফিরে
যে যার মতো একটু একটু সরে
চলে গেল লক্ষ্য থেকে যোজন যোজন দূরে।