বহু দেশে রাষ্ট্রক্ষমতা নিয়ে চলছে কাড়াকাড়ি
বলছে অনেকে এই কাজটি নাকি গা-জোয়ারি।
যে যাই বলুক আমিও আছি রাষ্ট্রক্ষমতায়
মনে পুষেছি কী ইচ্ছা বোঝানোর নেই দায়
তবুও এই নিয়ে দু’চারটি কথা কি বলতে পারি?

রাজপথে নেমে যারা করছে ভয়ানক চিৎকার
বলছে আমার ক্ষমতায় থাকার নেই অধিকার
তারা ভোগ করছে বটে বাকস্বাধীনতা
বোঝেনি কিভাবে পেয়েছি রাষ্ট্রক্ষমতা
বোঝেনা ক্ষমতা ছাড়লে ফিরে পাবো না আর।

হলো কী? শুরু হয়েছে যেন ব্যাপক ভূমিকম্প
পায়ের তলায় কাঁপছে মাটি, আমি দিচ্ছি লম্ফ
দুলছে চেয়ার, তবুও পাই না মোটেও ভয়
জানি কখন কিভাবে নিজেকে সামলাতে হয়
কেউই জানে না দিতে পারি কত লম্পঝম্প?

প্রতিবাদীরা বোঝে না ক্ষমতা পাওয়া সহজ নয়
সেজন্য নানান ছলাকলা কাজেও লাগাতেই হয়
ভেবেছি এই যে ক্ষমতা পেয়েছি সে দুর্লভ
ছাড়বো না সকলেই উগরে দিলেও ক্ষোভ
মাটি কামড়ে ক্ষমতায় থাকবো, দেখি কী হয়।