ও রাণী মৌমাছি, চারদিকে যখন খরার চোখরাঙানি
ধূলিধূষর মরুভূমি, ঠিক তখনি
শুনিয়ে গেলি শাঁখে ফুঁ দিয়ে স্বর্গ হতে মর্তে
ভগীরথের মতো গঙ্গা আনয়নের প্রতিশ্রুতি।
জনমানসে জ্বালালিও আশার বাতি।
তারপর দামোদর দিয়ে গড়ালো কত জল!
অনর্গল আশায় বুক বেঁধে জনগণ কাটিয়েছে
বারোটি বছর।
এখন বাতায়ণ খুলে দেখি আশার বাতি জ্বললো কি?
ও রাণী মৌমাছি, গাল ভরা হাসি দিয়ে
প্রতিশ্রুতি যা বিলিয়ে দিলি সবই মেকি।
অবুঝ যারা তারা তোকে যা দিয়েছে তাতে
চৌদ্দ তলায় তোর ঠাই মিলেছে
ভেবে দেখ তুই তাদের প্রতিদানে কী দিয়েছিস
রাজসিংহাসনে বসে।
দেখে যা এখন তোর এই রাজ্য ছেড়ে
তারা যাচ্ছে চলে দলে দলে।
এখানে থাকবে না বাঁচতে চেয়ে তোর ঝাণ্ডা ধরে।
এ দৃশ্য বিচ্ছিন্ন নয় নজর কাড়ে এখন ঘরে ঘরে।
একটু পরে দেখিস চেয়ে সন্ধ্যা হলে
সন্ধ্যাপ্রদীপ জ্বালায় কে তোর ঘরে।