জনসমক্ষে মিথ্যার বুলি আওড়েই সূত্রপাত
বললে ভাঙ্গতে হবে লালদুর্গের লৌহকপাট
দেখে খুব ঘাতসহ সে
রইলে না একটুও বসে
তীব্র রোষে দুয়ারে করলে সজোরে আঘাত।


শক্ত হলেও সে কত ঘাত আর সইতে পারে?
বারে বারে জোরালো ঘা খেয়ে হলো নড়বড়ে
ঠেলা দিলেই পড়বে ধসে
বুঝে কোমর বাঁধলে কষে
সহযোগীদের নিয়ে ঠেলা দিলে বেশ জোরে।


হুড়মুড় করে ভাঙ্গলো লালদুর্গের লৌহকপাট
ক্ষমতায় এসে খিদে মেটানোর হলো সূত্রপাত
এতকাল সামনে যা পেলে
সবই গবাগব গিলে খেলে
তবু খাইখাই, চলবে ক’দিন এই ধারাপাত?


চিলেরা নজরে রাখছে গাছের মগডালে বসে
তৃপ্তি করে এখন ভালোমন্দ খাচ্ছো রসেবসে
এবার একটু ধৈর্য ধরো
যা খেয়েছ হজম করো
নয়তো ওরা উড়ে এসে গলায় ধরবে কষে।