নরকযন্ত্রণা ধরলে ঘিরে   ক’জন আর সইতে পারে?
                 দুর্ভোগ ছড়ায় ঘরে ঘরে
সবাই মুখবুজে সয় কি?   সে কথাটি ভাবছো নাকি?
               সবাই ভুগবে কি সেই জ্বরে?


আহত বাঘেরা করছে কি?  সে ঘটনা দেখছো নাকি?
               দেখবে বৈকি আরও হয় কি!
চুপ করে থাকতে পারে?   সদলবলে আসছে তেড়ে
                চিরকাল চুপ থাকবে নাকি?


ভাবছ কুরুক্ষেত্র হবে কি?  সে সম্ভাবনা আছে নাকি?
                 সেও এখন বুঝতে বাকি!
কৌরবরা ভুল না শুধরলে   যুদ্ধের আবহ গড়ে দিলে
                 রক্তক্ষয়ী যুদ্ধ হবে, বৈকি!


পাণ্ডবরা ধর্মকে বাছতে পারে  তখন যুদ্ধও হতে পারে
                   বহু দুর্ভোগ আছেই ওরে
কুরুক্ষেত্রে গেলো বীর সেনানী  শুনতে পাও তোপধ্বনি?
                 গৃহিণীরা ঘরে ভুগছে জ্বরে!


যখন ধর্মযুদ্ধ হবে সেথায়  দেখবে রক্তগঙ্গা বয়ে যায়
                  যাবেই দেশ কাল ছাড়িয়ে
যুদ্ধের ফলও ভাবছো কি?  অধর্ম চিরস্থায়ী হবে নাকি?
                 সেসব থাকবে কি জিইয়ে?


দু’পক্ষে হবে বৈকি রক্তক্ষয়  কৌরবদের হবে পরাজয়
                  মনে হবে ধর্ম বড়ো নির্দয়,
ভাবছো সপ্তরথীদের হবে কি?  যুদ্ধে ওরা হারবে নাকি?
              জেনো, অধর্মের হবে পরাজয়।


এ যুদ্ধে ওদের নেই ছাড়   ধর্মযুদ্ধে মানতে হবেই হার
                যতই হোক চারদিক ছারখার,
দেখবে দুর্যোধন করবে কী   না-পালানো ছাড়া গতি কী?
                   তাকে মানতে হবে হার।

যুদ্ধক্ষেত্র ছেড়ে ছুটবে খুব  দ্বৈপায়ন হ্রদে গিয়ে দেবে ডুব
                  কতক্ষণ ডুবে থাকতে পারে?
উঠবে যখন হ্রদ হতে   বলরাম বলবে কুরুক্ষেত্র যেতে
                  সে পরামর্শ কি ফেলতে পারে?


কুরুক্ষেত্রে যখন ফিরে যাবে  ভীমের সাথে গদাযুদ্ধ হবে
                 পাশ থেকে সবাই সে যুদ্ধ দেখবে
ভীম তাকে ছাড়বে কি? গদাযুদ্ধে দুর্যোধন মরবে, বৈকি!
                    ধর্মের জয় অবশ্যই হবে।