উৎসব কালে রঙিন ঘুড়ি ওড়ে আকাশে          
সেসব ধরতে জনগণ ছোটে ঊর্ধ্বশ্বাসে
  ঘুড়ি থেকে ঝরবে অঢেল টাকা    
  ঘুরবে জনতার ভাগ্যের চাকা।  
দিবা-নিদ্রায় কাটানো যাবে সরল বিশ্বাসে
ঘুড়ি থেকে পড়ন্ত পত্রের লেখার আশ্বাসে।


অবাধে চলছে এই দেশে অর্থের লুণ্ঠন  
ক্ষমতা দখল লাগি দেয় কত প্রলোভন    
   কড়িও জুটতে পারে বিনা শ্রমে
   দিবা-স্বপ্ন দেখো সবে নিরজনে।
অব্যবহৃত মেধা ও সম্পদ আছে যখন
বিনাশ্রমে অর্থ বিকানোর কেন আয়োজন?

অব্যবহৃত সম্পদ নিয়ে কে ভাবে দিবসে?  
কাজের তদারকি করতে কেহ আছে বসে?  
  অর্থ ছড়াবে কেহ অভাবী হলে?    
  অযথা নামবে কেন গলা জলে?
দুর্বৃত্ত ছল-চাতুরী করে কাটায় উল্লাসে
দুর্ভাগা দেশে অজান্তে বিপদ ঘনিয়ে আসে।