মনের সকল কালিমা সরিয়ে
অরি দের মনের গ্লানি ঘুচিয়ে
অমাকে আলোর রাখি পরিয়ে
চলো আপন করি সবাকারে।      
দুরূহ কাজ যদিও ভাবো মনে
তবু থেকো নাকো সঙ্গোপনে।


স্রোত ঠেলে মাঝিও তরণী বায়
মরাল ও মরালী সহ মতে যায়।
চির-সুখ প্রত্যাশীরা আপন মনে
সুখ গৃহ পথ মোছে প্রতিক্ষণে।
দেখি রাতে সকলে নব বসনে
দেবী আরাধনায় পূজা প্রাঙ্গণে।


সন্ধ্যা থেকেই দীপাবলী রাতে
গৃহিণীরা বসে দীপ জ্বালাতে।
কিশলয় ফুলঝুরি নিয়ে হাতে
আলোক-ফুল হার গড়ে রাতে।
তখন তারার মালায় শোভিত
শুকতারা দেবীপুজায় সমাগত।


সব ঝোপে ঝাড়ে শোনা যায়
ঝি ঝি-পোকারা ঝাঁঝর বাজায়
জোনাকিরা গড়ে দীপ-মালিকা
নড়ে-ওঠে যেন তিমির থালিকা।
দুঃখীরা ভাবে আঁধার কাটবে
সুখের দীপশিখা এবার জ্বলবে।