যজ্ঞস্থলে এসে বললেন মহারাজ দক্ষ
মহর্ষি ভৃগু, আপনি এখনো করছেন ইতস্তত?
যজ্ঞ শুরু করতেও সন্ত্রস্ত?
পেয়াদারা এই যজ্ঞের ব্যাপারে
দেশ জুড়ে ঢাক বাজিয়ে প্রচার করে এসেছে,
যজ্ঞ শুরু করতে এখন আর ভাবনা কিসে?
মহর্ষি, রাণীমার দাসীরা উল্লাসে আত্মহারা
চুপ করেও বসে নেই বাদবাকিরা
তারা শঙ্খধ্বনি বাজাচ্ছে রাজবাড়ির অন্দরে
ধান দূর্বা তুলসী বেলপাতা সহ তালিকা ধরে
যজ্ঞের সব আয়োজনও সেরে রেখেছি
ঘি? লাগবে ক’মণ? সেও কি কম জোগাড় করেছি?
সাতশ’ মণের বেশি হবে বৈকি,
তার বেশি লাগবে কি?
তবে অধিক লাগলেও সমস্যা হবে না মোটে
বাঁশিতে ফুঁ দিলে দলে দলে আসবে ঘি যোগান দিতে
মহর্ষি, তারপরও আর বিলম্ব কেন?
এখনি মন্ত্রপূত-ভাবে যজ্ঞ শুরু করুন
যজ্ঞকুণ্ডের আগুনে যত খুশি ঘি ঢালুন
দেখবেন যেন কুণ্ডে দাউ দাউ করে জ্বলে আগুন
আর রাজা ও রাজন্যবর্গের হিতে
এই আগুন যাতে নেভে না কোনমতে।