নদীস্রোত কে বাঁধ দিয়ে রোখার চেষ্টা করলে
অবারিত জলকে রোখার প্রচেষ্টা যায় বিফলে।
শোনো,প্রবল শক্তিধরের প্রচেষ্টাও হয় অসফল,
কে,দীর্ঘদিন স্তব্ধ করতে পেরেছে কোন কালে?


এ বিশ্বে বিভিন্ন দেশে জনমতও এখন সংকটে
তাকে প্রতিহত করার চেষ্টায় কত কী যে ঘটে!
সংবাদমাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টার ফলে
মনুষ্যসমাজ ইট ভাটির চুল্লীর মতো তেতে ওঠে।


দেশ বিদেশে দক্ষ প্রশাসকদের ভুললে কি চলে
বিধি আরোপ করে জনমত প্রচারে বিঘ্ন ঘটালে  
সেসব সহস্র ধারার মতো সোশ্যাল মাধ্যম হয়ে
সমাজে ছড়ালে তাদের প্রচেষ্টা যাবেই বিফলে !  


দুঃসময় দুয়ারে কড়া নাড়ে,বলো, ক্ষমতা পেলে
শাসক,মিথ্যা সংবাদগুলো কিভাবে রুখবে জালে?
দেখো,সমাজে সিংহ বিক্রমে মিথ্যা সংবাদ ছড়ায়  
সংবাদমাধ্যমের কণ্ঠ রোধ করার প্রচেষ্টার ফলে।