কেটে গেল পাঁচটি বছর     জাগলো দেশে ভোট প্রহর
               বাজলো শেষে বড় কাঁসর
মানুষ চাইলো সুখী বরাত     সুখের লাগি জাগতে রাত      
               জুটতে এক সুখ বাসর।


নেতারা সবে নামলো মাঠে    কিছু মানুষ তাদের সাথে
               হাতা গোটাতে দিবস রাতে
সারা আকাশ কালিমা ময়    সবার মনে জাগলো ভয়
               অশনি বইলো সেই সাথে।

সাতটি দফা খুঁড়োর কল     রিগ ঠেকাতে শান্তি জল
               জুটলো এবার সারা দেশে
দেশের ভোটার মাথা পেতে    নিলো সেসব একই সাথে
               সুদিন সবে গুনলো বসে।


রাজকোষের অর্থ কড়ি      ভোটের কাজে লাগলো ভারি
              ঝরলো যেন বাদল ধারা
খরচ হলো ভোট মেটাতে    বাড়লো সেও দফার সাথে
              এখন সেথায় কড়ি বাড়া।
        
বাজেট হলো কাল দিবসে     শুনলো সবাই রসে বসে
             আশার দীপ নিবলো জলে
হেসে বলছে খুঁড়োর কল       সুখ শান্তি মাকাল ফল    
              সুখ ভাবনা ডুববে কালে।