বইছে সদা চপলা ইচ্ছামতী
জেনেও বুঝতে চাওনি তার মতিগতি।
আদতে সে স্বভাব দুষ্ট
হাঙর ও কুমীরের ভয়ে বিচক্ষণেরা তটস্থ।
সাঁতার কাটতে কেউ জলে নামলে
ওরা মস্ত বড়ো হা-করে ধরতে আসে
নাগালে পেলে গভীর জলে টেনে নেয় উল্লাসে।
সে কথা কি বেমালুম ভুলে গেলে?
দেখলে যখন নদীর ও-পাড়ে সোনার হরিণ
ভাবলে না জলে নামা হবে কি সমীচীন?
দেখেছি জলে ঝাঁপিয়ে পড়লে
সাঁতার কেটে ও-পাড়ে গিয়ে তাকে ধরবে বলে।
হলো কী? এখন হাঙর বা কুমীর কি পা ধরে টানছে?
গভীর জলে ডুবিয়ে দিচ্ছে?
পা ঝাড়া দিলেও ছাড়ছে না?
দেখছো, আছে কি বাঁচার সম্ভাবনা?