মজেছিস বিশ্ব জয়ের লালসায়,
আগ্রাসী মনোভাব, মানবতার অভাব।
স্বভাব দোষে দুষ্ট মত্ত হাতির মতো
রণাঙ্গনে নেমে পড়েছিস যুদ্ধ করতে।
ভাবিসনি, ‘পরিণামে কী আছে তোর
বরাতে?’
হায়রে, বিশ্ববাসী দের কথাও ভাবলি
না মোটে।
হিতাহিত জ্ঞান শূন্য কতিপয় বন্যও  
তোর এ কাজে দিলো সায়।
তোদের ভাবখানা, ‘এই বিশ্ব থেকে
প্রাণের স্পন্দন নিঃশেষ হলেও তোদের
কী আসে যায়?’
অসহায় বেদনাহত সাধারণ জনগণ।
তারা ভয়ে আতঙ্কে ঘরদোর ছেড়ে চলে
যাচ্ছে অজানা ঠিকানার উদ্দেশ্যে।
রসেবসে ভেবেছিস এ যুদ্ধে হবে তোর
জয়?
আহাম্মক, এ তোর নিছক কল্পনা
কেননা ভুলে গেছিস প্রতিপক্ষের কাছে
রয়েছে অজস্র পারমানবিক বোমা সহ
মারনঘাতী আরও কত কী।
ধ্রুবতারা সাক্ষী, রণাঙ্গনে ক্রমাগত
চলছে ধ্বংসযজ্ঞ, হচ্ছে ব্যাপক রক্তক্ষয়,
বইছে রক্তগঙ্গা!
যেভাবে ছড়িয়ে পড়ছে ধ্বংসের ব্যাপকতা
হয়তো যুদ্ধ শেষে এলিয়েনরা ভিন গ্রহ
থেকে এসে দেখবে এ বিশ্বে চারদিকে
ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের অজ্ঞতার
ফসল ‘ধূসর প্রাণহীন মরুভূমি।’
ভাবি, তোদের হিতাহিত জ্ঞান ফিরবে কি?
এখনো কি তোদের বুঝতে বাকি, 'এ যুদ্ধে
কারো সাফল্য জুটবে না।'
দুর্ভাগ্য, চারদিকের ঘটনাপ্রবাহগুলি দেখে
আজও তোদের চেতনা ফিরলো না।