পাইনি ছাড়, পড়েছি এখন যেন বারমুডা ট্রায়াঙ্গেলে
হাবুডুবু খেয়ে তলিয়ে যাচ্ছি যেন গভীর সাগর জলে।
পড়েছি এখন চরম দুর্দশায় কুমিরের লোভ লালসায়
সে চেষ্টা কি কম করেছে ফেলতে তারই পাতা জালে?
ভুলবো কী করে সে হা-করেই এসেছিল গিলে খেতে?
বারমুডা ট্রাইঙ্গেল দেখেই পারেনি ছুটে এসেও ধরতে।
অভিনয়ে পটু সে এখন যেন বিড়াল তপস্বী সেজেছে
বিপত্তারিণীর মতোই বাঁচানোর আশ্বাস দিলেও মিছে।
ভাবে গদগদ যেন সে দয়ার সাগর, হয় না তার তুলনা
অভিনয় দক্ষতায় করে দেখাতে পারে নানাবিধ ছলনা।
এখন যে কথাই বলুক কেউ পড়লে তারই পাতা ফাঁদে
ভুলতে পারবে কি এই বিড়াল তপস্বী কুমিরের কান্না?
কে জানে, এখন কোথায় পৌঁছে যাচ্ছি স্রোতের টানে!
কুমিরের কারণেই দিতে হবে আর কত প্রাণ বিসর্জন?
ভাবছি বাদবাকিদের কবে হবে এই বিপদের অবসান?
এই দুর্দশা ঘুচবে আর কবে?কেউই কি বাঁচবে না প্রাণে?
শুরু হয়েছে মেঘের গর্জন, আসছে আয়লার মতো ঝড়
আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাষে জানাচ্ছে সেই খবর।
কে জানে, এই কুমির এ সময় পালিয়ে যেতে পারবে কি?
নাকি বারমুডা ট্রায়াঙ্গেল তাকে গিলে খেতে হবে তৎপর।