যখনি ঘনিয়ে এলো নির্বাচন
আনন্দে খোশমেজাজে মাঠে নামলো জনগণ
বললো কাকাতুয়া, চারদিকে উৎসবের ভাব তখন
ঘনিয়ে আসছে যেন দেবী দুর্গার বোধন
অনেক ভোটারের মনে ছিল না উল্লাসের অভাব
স্বভাব দোষে তুমিও নাচলে ড্যাং-ড্যাডাং করে
হায় রে, এমন কত কী ঘটে
বিপদ ঠক ঠক করে কড়া নাড়লে দুয়ারে!
বললো কাকাতুয়া, দেখেছে পাখি
যখনি ঢ্যাং-কুরা-কুর ঢাকে পড়লো কাঠি
তুমি সেজে-গুজে হয়ে বেশ পরিপাটি
পোড়ালে কম কি রঙ মশাল?
আমড়া গাছে বসে সাবধান বানী শোনালো বেতাল
তবুও শুনলে না, আরো বেশি জ্বালালে রঙ মশাল
ডেকে আনলে এ কোন কাল?
কেঁদে মরলো প্রতিবেশী ক’জন
যখন তাদের ঘরে গিয়ে লাগলো আগুন
ঘরগুলো দাউ দাউ করে জ্বললো যখন
আনন্দে হৈ-হৈ করে নেচে দেখালে ভাংড়া নাচন
তখনো বোঝোনি তোমার মনের কী দশা হবে
সেই আগুন এসে লাগলে তোমার ঘরে
এখন শিয়রে উঠছো কেন নিজ ঘর জ্বলছে দেখে?
হলো কী? ধনুকের মতো গেলেই বেঁকে?
আগুনের আঁচ লাগলো যখনি গায়ে
বাঁচার তাগিদে ঘর থেকে ছুটে পালাতে গিয়ে
ঘরের চৌকাঠে ধপাস করে পড়ে কি কপাল ফাটালে?
অল্প বিস্তর লাগলো কি নাকে ও চোয়ালে?
যাই বলো বাপু, আর নয়। এবার শুধরে চলো।