ও ফেরিওয়ালা ভাই,
ঝোলা কাঁধে যাচ্ছো দেখি হনহনিয়ে
গাইছো কি গান গুনগুনয়ে?
বলি একটু দাঁড়াও, হয়তো হবে একটু দেরি
বলবে, সারাদিন কী ও কতটা করলে ফেরি?
শুনেছি, এ কাজে তোমার নেই কো জুরি
যাদের কাছে সামগ্রী বেচে ছিলে
তাদের কেউ কেউ পড়ছে ঢলে
কেউবা পথের ধারে মাটিতে খাচ্ছে গড়াগড়ি।
দেখো পিছন ফিরে
তারা ফিরছে যখন যে যার ঘরে
তাদের অনেকের পদচালনা নেই আগের ধারে কাছে
একেবারে আমূল বদলে গেছে
ভাবখানা তারা সবাই রাজা,
এভাবে চললে ক’দিন পরে কেউ থাকবে না প্রজা
সোজাসাপটা কথা
একেবারে বদলে যাবে এই সমাজটা।