কাজীসাহেব, হলো কী? বুঝিনা তোমার মতিগতি!
বলছে লোকে তোমাকে ধরলো কি এখন ভীমরতি?
বিচারসভা ছেড়ে এসে খেলতে বসলে দাবা খেলা
শুনতে পাচ্ছো মেঘ গুরুগুরু করে ডাকছে এবেলা?
প্রতিপক্ষ ক্ষেপালো বলে কি খেলতে বসতে হলো?
তবে কি বিচারসভায় তোমার কাজ থমকে গেল?
দেখছো কি কাকেরা কা-কা ডাকছে বাড়ির ছাদে
যুধিষ্ঠিরের কথা মনে এলো না? প্রতিপক্ষের ফাঁদে
পড়ে কেন তাকে রাজ্য ছেড়ে বনবাসী হতে হলো?
যতদূর নজরে এলো দেখি আকাশটা মেঘে কালো
যাই হোক, শুরুতেই দু’টো ভুল চাল দিয়ে বসলে
যা দাঁড়ালো, খাল কেটে কুমীরকে ভিটায় আনলে।
কে জানে, দেখতে হবে আর কত ভুল চাল দেবে
তবে এভাবে খেললে তোমাকে হার মানতে হবে।