বিদায় দু’হাজার বাইশ
দু’হাজার তেইশেও কষ্ট হয় ফেলতে নিশ্বাস
বিষাদগ্রস্ত হয়ে পড়েছে মাটি, জল ও বাতাস
একটুও কমেনি মানুষের ক্ষুন্নিবৃত্তির উপর
শোষকদের আক্রমণের ঝাঁজ
বাগানে ছড়িয়ে পড়ছে বনচাঁড়াল গাছ
দেখছো কি আজ
মাথা উঁচু করে কিভাবে করছে ওরা বিরাজ?
পাতাগুলো করছে খুবই দাপাদাপি
চক্ষু খুলে দেখছো নিশ্চয় এ নয় আজগুবি
এ কাণ্ডখানা দেখে ভাবছো কি
বিজ্ঞানে এর কারণ খুঁজে পাবে কি?
বলছি তবে তার ত্রিফলক যুক্ত পাতার
বৃন্তে উপ-পত্রক দুটিতে পার্থক্য হলে রসস্ফীতির
পাতাগুলো না-নড়ে উঠে করবে কী?
বলি ‘প্রকরণ চলন’ হওয়ার এ কারণ।
তবে যাই বলো এ কাণ্ড তো সহ্য করার নয়
ইচ্ছা তো হয়
শক্ত করে মুঠিতে ধরে এ গাছ
শিকড় সমেত উপরে ফেলি আজ
শিশুদের বাসযোগ্য করে যেতে এ বসুন্ধরা
সারা বিশ্ববাসীকে আজ করতে হবে এ অঙ্গীকার।