নীলাঞ্জনা, কি জানি পাথরের ঘায়ে,
মন মানে না, তবু সয়েছ বহু যাতনা!
বাক রুদ্ধ, সব কথা হয়তো যায় না বলা,
হয়তো বাঁধ ভাঙ্গা দুঃখ-কষ্টে অন্তঃসলিলা
বয়ে যাচ্ছ ফল্গু ধারা হয়ে,
এ জীবনও যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে
হয়তো সেই ক্ষত দিয়ে বইছে রক্তধারা
যা ঘটছে সমগ্র ঘটনাবলীর সাক্ষী ধ্রুবতারা।
জীবন দুর্বিষহ হলেও করবে কী!
জীবনতরী বাইতে হবে নাকি?
নীলাঞ্জনা, যাই বলো, ক'জন আছে
এমনি সহৃদয় যারা এগিয়ে এসে
বিশল্যকরণীর প্রলেপ দেবে ক্ষতে?
তাই এই ভালো,
নির্বাক অন্তঃসলিলা হয়ে বয়ে চলো
নাই বা গেলে পাথরের সাথে আর সংঘাতে।