বলছে পড়েছে নাকি বিপাকে
ঘাটে জল খেতে এসে এক ভয়ানক দৃশ্য দেখে।
এই ঘাটের জলে বীভৎস পাঁক
রাখঢাক নেই মোটে
পাকাল মাছেরা পাঁকে প্রায়ই মারছে ঘাই
মাছরাঙা, বক, সারসও সেখানে নেই আর
সবাই সংশয়ে, -বাঁচবে কি এই মাছ খেলে?
এই জল পেটে গেলে হয়তো মরণ থেকে নিস্তার নাই
সাতপাঁচ ভেবে ওরা গেছে সরে।
ও ঘাটে? কে জানে, সেখানে কী ঘটতে পারে?
সেখানে জলে ভাসছে পচাগলা মরদেহ
দু’ঘাটের জলই একেবারে অপেয়।
ধারেকাছে বিকল্প জলের উৎস? -সেও নেই মোটে
যাতে সেখানে গিয়ে কেউ তৃষ্ণা মেটাতে পারে
পেয়েছে জলের ভয়ানক তেষ্টা?
এ কথা বললে মোটেই হবে না ধৃষ্টতা
‘জল চাই, একটু খাবার জল’-বলে গলা ফাটিয়ে
চিৎকার করলেও কোনও সাহায্য জুটবে না।
হায়রে, এ কী ভয়ানক দুরবস্থা!
এখন উপায়? -তেষ্টায় বুক ফাটার আগে
সাময়িক টগবগ করে জল ফোটাতে হবে বৈকি
তারপর ছেঁকে জল খাওয়া ছাড়া গত্যন্তর কি?
স্থায়ী সমাধান?
লোকজন ডেকে জনমত গড়ে কোমর কষে
সকলকে নামতে হবে জলে
আবর্জনা পরিষ্কার করে জল পরিশোধক ছড়িয়ে
সেই জল পাণের যোগ্য করার উদ্দেশ্যে।