জনশ্রুতি, হয়েছ নাকি সুদক্ষ তীরন্দাজ
আজ রাজসভায় কত দক্ষ তীরন্দাজ করছে বিরাজ
সভাস্থলে দর্শকদেরও হয়েছে বিপুল সমাগম
এই দৃশ্য দেখে তোমার কপালে পড়েছে কি চিন্তার ভাঁজ?
জেনেছ নিশ্চয় এবার পরীক্ষা তোমার
রাজসিংহাসন করতে পারবে কি অধিকার?
তারই সব প্রস্তুতি হয়েছে সারা
এখন তুমি করো কী সেটাই দেখার।
ভাবছো এ পরীক্ষায় তোমাকে করতে হবে কী?
তীর ছুড়ে বিদ্ধ করতে হবে গাছে ঝুলন্ত মৎসের অক্ষি
তীরন্দাজ, থর থর করে কেন কাঁপছে তোমার পা?
জানতে ইচ্ছা করছে, ‘তোমার নজরে এসেছে কি মীনাক্ষী’?
প্রস্তুতি নিচ্ছ বটে তীর ছুঁড়তে মাটিতে কপাল ঠুকে,
এ হলো কী? -দেখছি তীর-ধনুক ধরেছ উল্টো দিকে
ধনুকের ছিলায় তীর বাধাতেও যেন কষ্ট হচ্ছে
এভাবে তীর ছুড়লে নিশ্চিত বিঁধবে এসে তোমারই বুকে।
এরপরও বুঝতে আর বাকি রইলো কি?
এই রাজসভায় ঘটতে যাচ্ছে কী?
জনশ্রুতি যা শুনেছি সবই মিছে?
-সুদক্ষ তীরন্দাজ হতে তোমার এখনো ঢের বাকি।