বলবে কালিচরণ এই জগত সংসারে
কেন ধনসম্পদ, বিষয়আসয় নিয়ে
করো এতো কাড়াকাড়ি
মনে সঞ্চয়ের প্রবণতা ভারী?
গা-জোয়ারি দরিদ্রদের অধিকারে হস্তক্ষেপ করে
তাদের মুখের গ্রাসটুকুও নিচ্ছো কেড়ে?
এ যেন চন্দ্রগ্রহণের দশা
হতেও পারে যেন ব্ল্যাক হোল, আলো শুষে নেওয়ার বাদশা।
সেগুলো স্বচ্ছ হলে পারতো কি এমন ঘটনা ঘটাতে?
মনে অস্বচ্ছতার জন্য এমন কত ঘটনা ঘটে।
মজেছ কি ব্যাপক সঞ্চয়ে, দানে নেই মতি?
জাগে না বাসনা হতে কারো অগতির গতি?
ইচ্ছে কি জাগে না যারা দারিদ্র্যে
জ্বলে পুড়ে হচ্ছে ছাই, তাদের মাথায় ধরতে ছাতি?
মনকে করলে অস্বচ্ছ?
কচ্ছপের মতো শুধুই ধনসম্পদ কামড়ে ধরতে শিখেছ?
দেখেও দেখো নাকি
এখনো কি বুঝতে বাকি
স্ফটিক, নীলা, হীরা, পান্না কেন এতো সুন্দর?
জেনো ওরা স্বচ্ছ
সহজেই আলো বিকিরণ করতে পারে।