এই কি তুমি
খুন করা যার গুরুর মন্ত্র,
মগজে যার খুনের নেশা
ভালোবাসে তাজা নর রক্তে হাত রাঙাতে।
এ কাজে যে দ্বিধাগ্রস্ত নয় মোটে
যার বিবেকেও কখনো শূল বিঁধে না
নেশার ঘোরে আগ্নেয়াস্ত্র নিয়ে শত্রু শিবিরে দেয় হানা।
রোজ শতেক খুন না-করলে রাতে যার ঘুম আসে না
বিনা অপরাধেও যে মানুষ খুন করে
মরদেহ গুম করতেও সিদ্ধহস্ত,
ব্যস্ত সে খুনি বাদশা বটেই!
রক্তে হাত রাঙিয়ে চেঙিংশ খাঁ কেও হার মানালো।
শুনছ নাকি ঈশান কোণে ঘটছে টা কী?
কালো বিড়াল ম্যাও ম্যাও করে কী বলে গেল?
ঘুমের মাঝে তড়াক করে সে নাকি লাফিয়ে ওঠে
রোজ ভয়ানক স্বপ্ন দেখে!
ক’জন নাকি আগ্নেয়াস্ত্র হাতে আসে তেড়ে তার দিকে।
এই কি তুমি
যে সেই ভয়ে দাঁড়িয়ে এ ভগ্ন সেতুর উপর
ঠক ঠক করে কাঁপছ এখন বারে বারে।