গহন আঁধার রাতে একসাথে
চারদিকে উড়ছে অজস্র ফানুস।  
কে,কাকে কখন মারবে গোত্তা  
সে নিয়ে কারো নেই কো হুস।


বিশাল বড়ো ওদের পেট গুলি
মজুত করে অশ্রাব্য বুলি-ঝুলি,    
লিফলেটের লিখন সে সব বুলি
অপাচ্য মল যেন ঝরছে খালি।


ছড়িয়ে পড়ে সে সব লিফলেট
চিন্তন জগতের করে মাথা হেঁট।  
শস্য-শ্যামল সকল উর্বরা জমি
অনুর্বর হবেই ওদের গন্ধ চুমি।