এলে কালবৈশাখীর তুফান ঝড়      স্থির থাকে কি কোন সাগর?
                      ঢেউ তুলে দিয়ে ভাসায় তীর
দেশপ্রেম জাগলে বীরের মনে       পরাধীনতা মানে কি সেই জনে?
                     স্বাধীনতা লাভে তার লক্ষ্য স্থির।    


তিলক,লাজপৎ,বিপিন এলেন      অরবিন্দ অশ্বিনী সাথে ছিলেন
                   চরমপন্থা ভাব ছড়ালেন দেশ জুড়ে।
জাতীয়তাবাদীদের আন্দোলনে    দেশে বঙ্গ-প্রদেশ ছিল শীর্ষস্থানে    
                    ইংরাজ সাহেবরা কাঁপলো ডরে।


দুর্বল করতে এই আন্দোলন    ওরা চাইলো বঙ্গের বিভাজন
                   নীতিতে সায় দিলো লর্ড কার্জন
কবিগুরুর মানবতার ডাকে    রাখীবন্ধন উৎসব চারদিকে              
                   বাংলার ঘরে ঘরে হলো অরন্ধন।


বঙ্গ জননীর আঁখি ছলছল   সন্তানেরা ধরলো শাড়ির আঁচল  
                 হাত বাড়ালো তার আঁখি মোছাতে
ইংরাজ গর্জে উঠলো যখন    ভারতীয় রা সহিষ্ণু ছিল তখন        
                 চেয়েছে আলোচনায় সমস্যা মেটাতে।


অহিংস পথে আপামর জনগণ   রুখতে চাইলো বঙ্গের বিভাজন    
                 সৌভ্রাতৃত্ববোধ ছিলো তাদের মনে
আন্দোলন এতোটাই তীব্র ছিল   সাহেবের দেশে ঢেউ পোঁছে গেল
                 দিশা হীন হলো ইংরাজ সেইক্ষনে।


শুরু হলো বিদেশী দ্রব্য বয়কট     স্বদেশী দ্রব্য গ্রহণের শপথ
                অহিংস আন্দোলন চারদিকে ছড়ালো।    
ইংরাজদের জাগলো মাথাব্যথা      জুটলো জনতার অসহযোগিতা              
                 ভয়ে ওদের প্রাণ প্রদীপ যেন মুড়লো।