জুটেছে ইন্টারনেট পরিষেবা     জনগণ দিয়েছে খুব বাহবা
           প্রযুক্তির কাজে লাগে প্রতিভা
নতুন প্রযুক্তির চলবে দৌড়     যেতে হবে এখনো বহুদূর
           সব দেখে বৃদ্ধরা হাবাগোবা।  


অধুনা বাতাস লাগছে ভারী     সেটা অকপটে বলতে পারি
           আসছে এবার ঘোড়সওয়ারি
ফাইভ-জি নিয়ে বাঁধছে গোল    চারিদিকে উঠছে শোরগোল      
           অন্তরে জাগছে ভয়ের সঞ্চারী।    

নতুন প্রযুক্তি আসছে সেজে      লম্বা পা ফেলে বদ মেজাজে
           উঠবে এবার তুফান ঝড়
গিগাহার্ৎজ কম্পাঙ্কের তরঙ্গ      দেখাবে অজস্র অদ্ভুত রঙ্গ
           হাতের কাজ সমাধা কর।  


নির্গত তরঙ্গের দৈর্ঘ্যের মান      ছোট পাখীদের দেহের সমান
           সে আলোর বেগে ধাবমান
এই তরঙ্গের চাই নিয়ন্ত্রণ       নয়তো মরণ যখন তখন
           গিলবে সবার জীবন যান।


বাড়ালে ওদের ভেদন ক্ষমতা     জীবদেহ হবে জীর্ণ কাঁথা
           লুটবে মানুষের দূরদর্শিতা                
নেদারল্যান্ডে হচ্ছে রক্তক্ষরণ      জীবন যন্ত্রণার নতুন ধরণ
           বিশ্ব জুড়ে বহিছে বার্তা।  


স্টার্লিং পাখিদের হচ্ছে দহন      বদলে যাচ্ছে ওদের আচরণ
            মরছে ওরা যখন তখন
বিজ্ঞানীরা খোঁজেন কার্য-কারণ    কেন ঘটছে ওদের সহমরণ
            চলছে চুলচেরা বিশ্লেষণ।


পাখীরা মরলে প্রযুক্তির ফলে      তাকে নীরব ঘাতক বলা চলে
             সন্দিহান মনে কাটাচ্ছি এখন    
যদি হয় সেটা প্রযুক্তির দান      বলবো সেটি আত্মঘাতী কামান
             তাকে করতে হবেই নিয়ন্ত্রণ।  


ছোট পাখিরা আজ দিশেহারা      বাস্তুতন্ত্রটা হয়েছে বাঁধনছাড়া
             এই কী মোদের সাঁজ-বেলা।
মানুষের কপালে পড়ছে ভাঁজ      বাঁচার পন্থা খোঁজা বড় কাজ
             চাই না বিন্দুমাত্র অবহেলা।