কি জানি মর্তবাসীরা আছো কি অবগত
সারা আকাশ আমার বিচরণ ক্ষেত্র,
আর কারো কাছেই নয়
শুধুই প্রকৃতির কাছেই আমি দায়বদ্ধ,
মানি না অন্য কারো কোনও শর্ত।
মর্তভূমিকে ঘিরে পৃথিবীর আবর্তনের সাথে সাথে
অনন্তকাল বলাকার মতো ডানা মেলে
আকাশে উড়ে বেড়াই।
যে যাই বলুক শুনে রাখো
না ভেবেচিন্তে সামগ্রিক পরিণতি
কেবলি নিজেদের সুখের লাগি
প্রকৃতিকে ধ্বংস করতে হয়ে ব্যাকুল
চেপে ধরলে তার টুটি
গুনতে হবেই ভুলের মাশুল।
এখন বিপদে পড়ে ভূমিতে দণ্ডপাত হয়ে
সবিনয়ে আকুতি মিনতি করলেও কী
আমার মরমে কাটবে না সহানুভূতির আঁচড়
ভেবোনা আদৌ মিলবে স্বস্তি।
শুনে রাখো এই খবর
প্রকৃতির এ যাবৎ যা করেছো ক্ষতি
এখন দাবদাহে দরদর করে ঘামলেও কী
হতে হলেও নানান প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি
সবই তার ফলশ্রুতি।