ওরে, রাতদিন তোদের কাজে ব্যস্ত আছি
বাতাসে মুঠো মুঠো ধুলা উড়িয়ে দিয়েছি।
চোখ বুজে থাক রে দু’চোখ বাঁচাতে হলে
ভেবে দেখ, কী হতো ধুলা চোখে গেলে?
ভাব, বরাত ভালো তাই দু’চোখ বেঁচেছে
চোখ বুজে হাততালি দে, সেও কম কিসে?
হাতে কত কাজ, ছড়িয়ে রয়েছে কত দড়ি
নড়বড়ে ঘরের খুঁটিগুলোও যে নড়ছে ভারী
এখনি সব খুঁটিতেই বাঁধন না-দিলেই নয়
অন্যকে এ কাজ দিতে ভয়, কখন কী হয়!
খুঁটিতে গেরো দেওয়ার কাজ সহজ নাকি?
অন্যের ভুলে ঘর ভেঙ্গে পড়লে করবো কি!
তাই ব্যস্ত আছি খুঁটিগুলোতেই বাঁধন দিতে
আমাকে দেখে বলে ক’জন করিতকর্মা বটে
বলি, সব খুঁটিতে দিচ্ছি বেশ ফসকা গেরো
তর্কবাগিশেরা এবার মুখ বুজে সরে পড়ো।