ভেবে দেখ তোরা এ অবধি কুকর্ম কি কম করেছিস?
কত লোকের পাকা ধানের ক্ষেতে গিয়ে মই দিয়েছিস
পুকুর চুরি, পরের জমির জবরদখল তো লঘু ব্যাপার
হিসাব আছে কি সমাজে আর কত কুকর্ম করেছিস?


ভেবেছিস, লোকে তোদের কুকথা বললে কী যায় আসে?
রাতে শুয়েও ভাবিস নিশ্চয়, ‘সে কি গায়ে লেগে আছে’?
মনে পড়ে কত কালি মেখেছিস কালাধন আনতে গিয়ে?
ভেবেছিস, তাতে কী? সেতো পরিণত হয়েছে অভ্যাসে।


এতকাল যাদের লাঞ্ছিত করেছিস তারা জোট বেঁধেছে
বুকের ক্ষোভের আগুন ফুলকি দিয়ে বেরিয়ে এসেছে
তুষের আগুন হয়ে চিরকাল জ্বলবে নাকি ধিকিধিকি?
তোদের দেখে এখন সমাজে নারীপুরুষ ফুঁসছে রোষে।


চেয়ে দেখ তাদের চোখেমুখে বিষাদের ছায়া ছিল যে
সে আজ ক্ষোভের আগুন হয়ে তোদের করছে ধাওয়া
জানি, মুখে কালি মাখালেও সেসব তোদের গা-সওয়া
আগের কালি যে আজও রয়েছে ললাটের ভাঁজে ভাঁজে।