(১)
অসুখটা আর্থিক মন্দা,শিক্ষালয় গড়তে উদাসীনতা  
চাহিদা-যোগানে ফারাকে কী পৈশাচিক মানসিকতা    
রোগী-চিকিৎসক করেন একে অপরকে দোষারোপ    
ক্ষয়িষ্ণু সমাজে নিয়ত ঘটছে কত কী বীভৎসতা।    
                       (২)
জনসাধারণকে শোষণের কত আদব কায়দা
নেতারা দু’হাত বাড়িয়ে তুলতে চায় ফায়দা
ধর্ম আর রাজনীতি নিয়ে প্রতিদিন বেয়াদবি
জনসাধারণ কতকাল থাকবেন হাঁদা-ভোঁদা?