ঘুঘু পাখি, বেশ তো চাষিদের ঘুম কেড়েছিস
চাষিদের দানা শস্য পেটে কি কম পুড়েছিস?
ধরতে গেলে বহুবার ফুড়ুৎ করে পালিয়েছিস
পাখি, তাদের চোখে ধুলাও কম ছড়িয়েছিস?


বল পাখি, তাদের চোখে আর কত ধুলো দিবি?
ভেবেছিস তাদের পাতা জালে যদি ধরা পড়িস
জালের ফাঁক দিয়ে মাথা গলিয়ে পালিয়ে যাবি
আর গাছের মগডালে বসে আনন্দে দিবি শিস?


এবার চাষিরা আটঘাট বেঁধেই কাজে নেমেছে
তারা ফাঁকফোকর বন্ধ করেই জাল পেতেছে।
আকাশও মেঘে ঢাকা একেবারে জমাট কালো
পাখি, বোধ হয় এবার তোর সেই সুদিন গেল।