ঘুম নেই উপকূলের চোখে!
থাকারও কথা নয় যা ঘটছে চারিদিকে
দেখে তো তার চক্ষু চড়কগাছ
নির্ঘুম, ভাবছে এখনি তো গেছে দেওয়ালে পিঠ ঠেকে।
সে ভাবেনি আগে পড়তে হবে এমন বিপাকে
যুযুধান দুই পক্ষ যোগসাজশে দড়ি পড়াবে নাকে
ভাবেনি ওরা এভাবে তার ঘুমও কেড়ে নেবে
আর এই কর্ম করে ওরা শান্তিতে ঘুমবে নাক ডেকে।
উপকূলের ঘুম উবে গেছে
দেখে সাপে নেউলে জড়িয়ে আছে
গোপনে সন্ধি হলে অসম্ভব বলে কিছু কি থাকে?
ওদের এই সখ্যতা হয়তো লাগবে স্বার্থসিদ্ধির কাজে।