এখন যা দিনকাল,
সাধারণ মানুষের আয়-রোজগার তলানিতে.
বেকারেরা কাজের জন্য রোজ মাথা কুটে
সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর- ‘অগ্নিমূল্য’
মুনাফাবাজদের ষোল কলা পূর্ণ হলো,
তবে এখনো দাম বাড়েনি ‘মুখোস’-এর
-সেটিই কেবল বাদ পড়েছে যেন।
বলছে প্যাঁচা, ‘সে আর হবে না কেন?
দিনে মুখোস পড়ে নেতাদের কত কী বলতে হচ্ছে,
যদিও তাদের সমঝোতা হচ্ছে রাতে।
জনগণের জীবন দুর্বিসহ হলেও,
প্রতিবাদ করবে কে? -চুনোপুঁটি?
তাদের পেট টিপতেই আছে বাকি'?
আজকাল হলো কী? চোখেও ঝাপসা দেখি!
জনগণের সামনে মুখোস পড়ে মঞ্চে কে দাঁড়িয়েছে?
নেতামশাই? –কণ্ঠস্বর শুনে তাই মনে হচ্ছে।
তিনি মিছিলের সামনে দাঁড়িয়ে
জনগণের দিকে চেয়ে কী বলছেন?
-‘ঘুরে দাঁড়ানোর সময় হলো,
এবার সবাই ঘুরে দাঁড়ান’।
বটেই তো, তিনি একদম ঠিক বলেছেন।
তবে বলতে ইচ্ছা করছে,
‘নেতামশাই, আপনি তো পথিকৃৎ,
আপনি-ই আগে একটু ঘুরে সোজা হয়ে দাঁড়ান’।