দেখছো সমস্যায় জর্জরিত সমাজে ঘটছে কী?
হাঙ্গরের মতো হা-করে তেড়ে আসছে বেকারত্ব!
বেকারদের বিক্ষোভে সংকটে সরকারের স্থায়িত্ব
এই সমস্যার সমাধান করতে কোথায় প্রভূত অর্থ?


নির্বাচন এলে বেকারদের দিয়েছো কত প্রতিশ্রুতি
বললে হেঁকে জিতে এলে ঘটাবে বেকারত্বের ইতি
সরকারে এসেই হয়েছো অর্থ সংকটের মুখোমুখি
এই বেকারদের চিড়ে চ্যাপ্টা করতে প্রস্তুত ঢেঁকি।


এই গভীর অর্থসংকটে পড়ে ভাবছো করবে কী?
জনপ্রতিনিধিরা এখন কিভাবে মেটাবে প্রতিশ্রুতি?
তারা পদত্যাগ করলে সরকারের কী হবে গতি?
ভাবো না কেন এগিয়ে গেছে বিজ্ঞান ও প্রযুক্তি?


অধুনা খরায় চাষাবাদ ব্যাহত হলে জল সংকটে
প্রযুক্তিবিদরা এসে বলে নাকি,'ভয় কি তাতে?'
এই জটিল সমস্যা সুরাহায় জল সার স্প্রে করো
তবে গাছের গোড়ায় নয়, পাতা ও ডালপালাতে।