সেদিন মনে কী সাধ ছিল?
শোনা গেল যখন উত্তাল সমুদ্রের গর্জন
তখন প্রৌঢ়ত্বের দ্বারপ্রান্তে এসে
ভ্রান্তিবিলাসে আবারো করলে কৈশোরে পদার্পণ?
সেসময় মনে উদ্দীপনা কি বেড়ে গেলো?
কিশোর কিশোরীদের মতো নাচতে নাচতে  
দৌড় শুরু করলে সমুদ্র সৈকতে।
মনে পড়ে সেসময় সমুদ্র তীরে বসে এক বৃদ্ধ  
বলেছিল ধারে কাছে থাকতে পারে চোরাবালি
দেখে শুনে সন্তর্পণে পা ফেল
আগেও সন্তর্পণে পা না-ফেলায় অনেকে তলিয়ে গেল
একবার চোরাবালিতে পা পড়লে কারো নিস্তার নাই।
তাই দেখে শুনে সাবধানে পা ফেলা চাই।
হায়রে, বৃদ্ধের সেই উপদেশ শুনলে না কোনমতে
জোরে দৌড়তে গিয়ে এখন পা পড়েছে চোরাবালিতে?
ক্রমেই সরে যাচ্ছে পায়ের তলার মাটি?
ভাবছো, এখন করবে কী?
বলি, এখন সেখান থেকে বেরিয়ে আসতে
হামাগুড়ি দেওয়া ছাড়া গত্যন্তর কী?