দু’ঠোঁট চেপে
হাসছ কেন মুচকি হাসি?
ভাবছে তোমার পাড়াপড়শী
দেখছ কি কারো বাঁকা চলন?
ভাবছো নাকি পাল্টেছে তার চলার ধরন?
হচ্ছে না কি মনোরঞ্জন
কোমর বাঁকিয়ে চলছে যখন?
শোনো, আগে নাই বা এসব ব্যাপক ছিলো
ছলাকলা তো কম জানা ছিলো।
এখন দেখছ না কি এ আবহে
জনগণের ক্ষুধা মেটাতেই যখন জীবন দহে
দুষ্কৃতিরা ছলচাতুরী করতে গিয়ে
অভিজ্ঞতা বেশ বাড়িয়ে নিলো
বলছে লোকে এখন ওদের ষোল কলা পূর্ণ হলো।
বলো, এসব দেখে কি ভাবছো বসে
মন মানিয়ে নিতে বাদ সাধছে?
ফুলছ ক্ষোভে সাপের মতন
ফোঁস ফোঁস করছো যখন তখন?
যাই বলো, দিনকাল খুবই পাল্টে গেছে
তাদের দেখে ক’জন এখন সোজা পথে চলছে?