ও-বোন, মুখ করিস না কালো হাড়ি
    তোর কষ্টে বিভোর না-হয়ে কি পারি?
   ওরা কেন তোর দিকেই চায়নি ফিরে
    রাতে ঘুমতে গিয়ে রোজ ভেবে মরি!


    দেখিস তো দিন বদল শুরু হয়েছে
    ভাড়ার দায়িত্ব নিয়ে করছি কী সে।
    তোকে এনে দিয়েছিও পান-সুপারি
    তোর ভাগ্যে নয় কি শিকে ছিঁড়েছে?


    শোন, আমার স্বস্তি মাথায় উঠেছে
    খেতে বসলে হুলোগুলো চেয়ে আছে
    গোগ্রাসে গেলা সেও সহজ হলো না
    সে কারণেই খাবার গলায় বেঁধেছে।  
  
    শুনবি নাকি রেগে-মেগে করেছি কী?
    ভেবেছি গরম-খুন্তির সেঁকা দেবো কি?
    রেগে ওদের দিকে যখনি তেড়ে গেছি
    বলবো হুলোগুলো তখন করলো কি?


    বেশী খাচ্ছি বলেই নাকি ওরা অখুশি    
    শোন, মামলা ঠুকলো জোরসে কষি"
    বল তো, পেট-পুরে খেয়ে ভুল করেছি?
    এখন হা-করে গিলতে আসে সাঁড়াশি।


    যাক গে, শোন ভোটের বাদ্যি বাজে
    পান খেয়ে তোকে নামতে হবে কাজে।
    ভোট দিস রে একেবারে হাত উপরি
    যেন দৌড়ে জিতে ফিরি সবার মাঝে।