বললো তোতাপাখি,
'ডাক্তার, ও ডাক্তার! ‘শোনো, এ যে তাজ্জব
ব্যাপার! এখন পড়েছি এ কী যে মুশকিলে!
বলবে তুমি এ কেমন পাশ করা ডাক্তার?
বহু পরীক্ষা নিরীক্ষা করেও ধরতে পারো না
তদন্তকারীরা কাছে বসিয়ে যা-ই জিজ্ঞাসা
করে তার কোনো কিছুই কেন মনে করতে
পারি না? তাদের সামনে কথা বলতে গেলে
কেন বাঁধছে গলায়?
কে জানে, উড়ে এসে মুখে ঢুকেছে কি মাছি।
সে কারণে মুখ বন্ধ রেখেছি যদি আরও ঢুকে
পড়ে আর পেটের কথাও যদি গড়গড় করে
বেড়িয়ে আসে।
এখন যা দাঁড়ালো যেন বিপদ ঘনীভূত হলো
শিয়রে। পরিত্রানের পথও পাচ্ছি না খুঁজে দুর্গা
নাম জপ করে।
হায়রে, ভেবে মরি, এখন আমি কী করি!
জেলের গারদেও খাচ্ছি কি কম গড়াগড়ি?
ব্যাঙ্ক ব্যালান্স, সম্পদ যা রেখেছি নানান
দেশ বিদেশে, স্মৃতিভ্রমের কারণে সবই কি
হাতছাড়া হবে শেষে’?