হেমন্ত আজ   করছে বিরাজ
        দেশের বুকে
এই অঘ্রাণে    আমন ধানে
         ছুঁয়ে থাকে।


পাকা ধানের    গন্ধ ভাসে
        সকল দিকে
হিমের ঘোমটা   ধূমল রঙটা
       মানায় তাকে।


ধানের ঘ্রাণে    খেলছে মনে
         অশেষ যাদু
পাড়া গাঁয়ে     দেখছি গিয়ে
         হাসছে বধূ।


সবে মিলে      তালে তালে
        ঢেঁকি চালান
ভানতে গো চান  রূপশালী ধান  
       মিলবে সুঘ্রাণ।


আয় সকলে      হেমন্ত কে
         করি বরণ
হিমের ছোঁয়ায়    জাগবে হাসি
        সারাটা ক্ষণ।