ও বুলবুলি, বলেছিলাম সাতসকালে ধীরেসুস্থে
খেজুর খাবো দু'জনে মিলে। সেকথা তোর কানে
গেল না? কেন খেজুর খেলি গিলে?
ভেবেছিস তোর ভাগে যদি কম পড়ে? পেট যদি
না- ভরে?
তুই যে সব খেজুর-ই গিলে খেয়েছিস দেখেছে
ওই মালী। কী আর বলি, তুই গিলতে এতোই
ব্যস্ত ছিলি দেখিসনি সে করলো কী?
সখী, তোকে ডেকে বলেছি, 'ওরে, আসছে মালী'।
সেকথা ও তোর কানে গেল কি?
সে এসে ধারে কাছে কাকতাড়ুয়া বসিয়ে দিলো।
তোর নজর ঘোরাতে ঢ্যাঁড়া পেটালো। সে এতো
সুযোগ দিলো, তবু তুই সরে পড়লি না।
দেখ চেয়ে এবার তুই পড়লি তার কোন জালে?
কে জানে, কী আছে তোর ভালে!
ও বুলবুলি, শোন বলছে মালী,'কতগুলি খেজুর
গিলে খেয়েছিস তার হিসাব দে'।
একথা শুনেই রেগে গলা ফোলালি? তাকে শায়েস্তা
করতে বালিতে তোর ঠোট ঘষলি?
বলি, পাখি সেসব কাজে আসবে কি? মনে হয়
এবার তোকে তার হিসাব দিতেই হবে।
তুই এখন পড়েছিস যে জালে চাইলেও ফুড়ুৎ করে
পালাবি কিভাবে?