মানব সভ্যতার সিঁড়ি বেয়ে
এক এক ধাপ উপরে উঠে চারদিকে কী দেখছো?
যা ছিল আত্মরক্ষার হাতিয়ার
সেটি হয়ে দাঁড়ালো অন্যদের শাসনের যন্ত্র, মারণাস্ত্র!
বিস্মৃত হয়ো না,
চলছে এ ধারা মানুষের গোষ্ঠীদ্বন্দ্বের সময় থেকে।
কানে ভেসে আসছে কলের কর কর শব্দ?
মনে মনে ভাবছো কী উৎপাদন হয় সেখানে?
সেখানে উঁকি দিয়ে দেখো অধিকাংশ অস্ত্রের কারখানা।
সভ্যতার সিঁড়ি বেয়ে ধাপে ধাপে
যত উপরে উঠছো বাড়ছে কি সেই শব্দের প্রাবল্য?
বাড়ছে? বাড়বেই তো।
এগিয়ে যাচ্ছে নাকি মানব সভ্যতা?
চলছে নাকি অস্ত্র তৈরির প্রতিযোগিতা?
উন্নত, আরও উন্নত মারণঘাতী অস্ত্র?
যত উপরে উঠবে দেখবে
অত্যাধুনিক অস্ত্র তৈরির প্রতিযোগিতার কদর্য রূপ!  
এসব দেখে বিদ্রূপ করার কিছু নেই
মানব সভ্যতার শুরু থেকে চলছে এ প্রতিযোগিতা
হয়তো চলবে যতদিন মানব জাতি বেঁচে থাকবে।