হলো কী?
ঘুঘু আসছে দেখেই
মিলিয়ে গেল মুখের হাসি?
আগে তো তপ্ত লোহার মতো খাই খাই ভাব ছিল
যাই বলো ধূম পড়েছিল গিলতেও আগুন।
জনশ্রুতি, তুমি গিলেছিলে কত কী!
সাক্ষী ধ্রুবতারা! ঘটালে কত অনর্থ।
এখন ইঁদুরের মতো গর্তে ঢুকতে করছো কী?
দেখেছো বোধ হয় কামারশালায়
সাঁড়াশি তপ্ত লোহাকে চেপে ধরলে
তাকেও কামারের কত ঘা সইতে হয়!
হলো কী? কাঁপছ কেন ঠক ঠক করে?
শিয়রে সংকট ভেবে বুক কাঁপছে কি দুরুদুরু?
শুনেছি যমরাজ বড়োই নির্দয়।
একথা বলা তো মোটেই অত্যুক্তি নয়
দুর্বৃত্তদের সাথে তোমার গদগদ ভাব ছিল
বলা ভালো অনেকে করছে বলাবলি
এখন তারা কি ছাই ফেলার ভাঙা কুলো?
নিজেকে বাঁচাতে তাদেরকে ছুঁড়ে ফেলতে হলো।