নতুন রাজা এলে রাজপাট বদলায়। এই তো সেদিন মনের
ভেতর উঠলো বাই। ইচ্ছা হলো দেশে রাজা বদলাই। মোটেও
সয়নি দেরি, করে দেখিয়েছি সেই কাজটাই।
সেদিন ছিলাম আনন্দে মশগুল। বুঝিনি, লোক চিনতে করেছি
ভুল। এখন তার ফল ফলছে হাতে-নাতে। ভাবছি বসে কি জানি আরও কী আছে বরাতে !
যে কাজে যার নাই কোনও যোগ্যতা, না-বুঝে সেই দায়িত্ব সঁপে দিয়েছি ভুল মানুষের হাতে। তাই বুকের ভেতর এখন জ্বলছে
ক্ষতে।
যদিও রোজ গুনতে হচ্ছে ভুলের মাশুল, যার উপর দায় সঁপেছি
সে তো আনন্দে মশগুল।
বলছে বিজ্ঞজনেরা, কেউ কি লোক চিনতে এতোই ভুল করে?
তারা যে ঠিক বলেছে দেরি হলেও এখন বুঝেছি হাড়ে হাড়ে।‌ বুঝতেও বাকি নেই, বিপদ ঘনিয়ে আসছে শিয়রে।
ভাবছি গালে হাত দিয়ে বসে, এখন করবো কী আর মনের ক্ষোভ উল্টি হয়ে পড়লেও গায়ে।
নিরুপায়। ক্ষোভে এখন ইচ্ছা তো হয় নিজের মাথাকে জাপটে ধরে কিল দিয়ে যেন তাল পাকাই।