ভেবেছি সেই শৈশবে
উপার্জনশীল হলে করবো কী! কিনবো সুবিশাল
থর মরুভূমি। দরাদরি করবে কে? সেটি কেনার
জন্য কোনও প্রতিযোগী জুটবে না।
সহজলভ্যও হবে। সুবিশাল মরুভূমি হাতের মুঠোয়
চলে আসবে।
বুদ্ধিতে কত কী হয় । ভাবো, অগস্ত্য মুনি কিভাবে
বিন্ধ্যপর্বত টপকে গেল।
তারপর? যে ভাবনা চিন্তা করে রেখেছি, সেটি
গড়াবে বহুদূর। মরুভূমিকে মানুষের বাসযোগ্য
করতে হবে।
এ কথাটি বলার অপেক্ষা রাখে না, এ কাজ
মোটেই সহজ নয়। আসবে হার্ডল রেসের মতো
বহু বাধা। তবুও কাজটি সফল করে দেখাতে
হবে।
জানি, দেশে বাধা দেবার লোকের অভাব আছে
নাকি? স্বভাব দোষ? শোধরাবে কী করে?
তারা বাধা হয়ে দাঁড়ায় প্রত্যেকটি ভালো কাজে।
আর যা দিনকাল এ ব্যাপারে তারা বাধার প্রাচীর
গড়বেই প্রথমে।
ব্যক্তি স্বার্থের গন্ধ? সেও, হয়তো খুঁজে পাবে।
ভেবেছি এ কাজে সাফল্য পেতে আগে চাই স্বচ্ছ
ভাবমূর্তি। সেও ভেবেছি, সেই সময় বৈরাগ্য ভাব
দেখালে ক্ষতি কী?
বৈরাগীদের বিষয় বাসনা?
না-না, সে বিষয় নিয়ে কেউ ভাববে না। কেউ
ব্যক্তিস্বার্থ নিয়েও প্রশ্ন করবে না।
তখন তরতর করে গড়ে উঠবে একটি স্বচ্ছ
ভাবমূর্তি। স্বার্থসিদ্ধির প্রথম সোপান পেরিয়ে
উপরে উঠতেও বাধা আসবে না।
সে উচ্চতায় পৌঁছলে, ভেবেছি এ মরুভূমিকে
মানুষের বাসযোগ্য করতে হবে।
খুব কঠিন কাজ। তবে এই দেশে নদী নালা,
হিমবাহ কম আছে নাকি? প্রকৃতির নিয়মে
পাহাড় পর্বত থেকে জলধারা নেমে অজস্র
নদীনালার মাধ্যমে কল কল করে পৌঁছায়
এ-সাগরে নয়তো ও-সাগরে।
ভেবেছি, বিভিন্ন সাগরের দিকে এই জলকে
গড়াতে দেওয়া যাবে না মোটে। ইচ্ছা মতি
হয়ে নদী গড়ালে মরুভূমি মানুষের বাসযোগ্য
হবে কী করে?
কী করে গড়ে উঠবে গ্রাম, শহর, নগর?
বলবো কী, দূরদর্শিতার অভাবে কত কী ঘটে!
কেউ এই পরিকল্পনা করেনি আগে।
ভেবেছি, স্বচ্ছ ভাবমূর্তির দৌলতে সহজেই হতে
পারবো জনপ্রতিনিধি। সেচ, কৃষি ও নগরায়ন
দপ্তরের মন্ত্রী, সেও।
তারপর? ইচ্ছামতী বইবেই কল কল করে।
প্রথমেই হাত দেবো সব নদীগুলোর সংযুক্তির
পরিকল্পনার দিকে। উদ্যোগী হবো নদী-বাধ
প্রকল্পে। বাঁধের জল গড়াতে দেবো মরুভূমির
দিকে।
দেখবো, মরুভূমি চাতকের মতো গিলবে জল।
তৃষা মিটলে সুজলা সুফলা, সেইসাথে মানুষের
বাসযোগ্য হতেও আর সময় লাগবে না।
বলার অপেক্ষা রাখে না, সেখানে গড়ে উঠবে
মানুষের বসতি। গ্রাম, শহর আরও কত কী!
তখন করবো নগরায়ন পরিকল্পনা। গড়বোই
সুউচ্চ বড় বড় অট্টালিকা।
প্রতিযোগিতার দৌড়ে যেন বিশ্বের অন্য কোনও
অট্টালিকা তার প্রতিদ্বন্দ্বী হতে না-পারে।
তাহলেই একেবারে কেল্লা ফতে। সবাই সমাদর
করে দেবতার আসনে নিয়ে বসাবে।