বনের সকল শৃগালেরা     বলছি তোরা একটু দাঁড়া  
                   যাস না মাটির গহ্বরে
অনেক কথা বলবো বলে    চলে এসেছি ভোর হলে
                   তাকাই নি পিছন ফিরে।


বেশ তো তোরা হিসাব কষে  প্লেনের রানওয়েতে এসে  
                  এই লক-ডাউনের কালে    
গর্ত খুঁড়ে তড়িঘড়ি        গড়লি তোদের বসতবাড়ি    
                    সব নিয়মকানুন ভুলে।
              
সাহস তোদের বলিহারি  কাজটি করলি গা জোয়ারী
                      না-নিয়ে অনুমতি
চলবে যখন বিমান গুলো   গর্তে ঢুকবে চাকা গুলো
                    হবে নাকি ক্ষয় ক্ষতি?


প্রশাসন এখন খ্যাপেছে    বেশ নড়েচড়ে বসেছে
                  আইনকানুন দেখছে ঘেঁটে
বন্যপ্রাণীদের সংরক্ষণ   আইন মানাও খুব প্রয়োজন
                  বিরোধ মিটবে কোন পথে?


সমাধান সূত্র না-পেলে     তারা বিষ ছড়িয়ে দিলে
                     মরবি তো সদলবলে
তাইতো বলি বাঁচতে হলে  বিদেশ যাত্রা কর সকলে  
                   যে দিকে হোক যা চলে।