কাকাতুয়া, কেন রে তুই গাছের ডালে বসে মাথা ঠুকিস?
বলছে পাখি, মানুষের কর্মকাণ্ড দেখে পাইনা সুখের হদিস।
কেন তোমরা মনুষ্যত্ববোধ হারিয়ে ধর্ম, বর্ণ,জাতপাতে মত্ত
কেন যে তোমরা ক্ষমতা ও অর্থ লালসায় ভয়ানক আসক্ত
পাইনা ভেবে কেন তোমরা আকণ্ঠ গিলেছ হিংসা বিদ্বেষ বিষ।
কী করে নিজেদেরকে জীবশ্রেষ্ঠ ভাবো হারিয়ে মনুষ্যত্ববোধ?
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদীদের কেন করতে চাও কণ্ঠরোধ?
হায় রে নরনারী, শস্যশ্যামল এই বিশ্ব ধ্বংসের কাণ্ডারী
তোমাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেখেই মাথা ঠুকে মরি!
পৃথিবী ধ্বংস করার নেই কারো অধিকার জাগবে কি এই বোধ?